০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে: গোলাম মসিহ

ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে: গোলাম মসিহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পৌরসভা এলাকার পানাম নগরীর আউয়াল মঞ্জিলে সভাটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী গোলাম মসিহ।

তিনি বলেন,  “দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হলে ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে একাধিক দল মিলিত হয়ে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।’’

সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে রয়েছে: আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সি (সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন সেক্রেটারি), যুগ্ম আহ্বায়ক মাওলানা সানাউল্লা নুরী (ইমাম কাম অডিটর, নারায়ণগঞ্জ জেলা), সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী (সদর বৈদ্যেরবাজার ইউনিয়ন)।

সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে রয়েছেন: আহ্বায়ক সোহেল প্রধান (দক্ষিণ সভাপতি, ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ), যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সমন্বয়কারী সাইয়েদ রিদওয়ান আহমেদ (সভাপতি, সিদ্ধিরগঞ্জ উত্তর)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খান, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জাকারিয়া ফয়েজী, থানা ওলামা শায়খ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল আল হোসাইনী, থানা যুব আন্দোলনের সভাপতি মনির হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি খলিলুর রহমান, ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল আজিজ এবং সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রমে সমন্বয় ও জনসংযোগ বাড়ানোর পাশাপাশি ইসলামী আদর্শের ভিত্তিতে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়