০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৫, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:২৭, ৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচিত হলে জনগণের কল্যাণেই কাজ করব: মইনুদ্দিন আহমাদ

নির্বাচিত হলে জনগণের কল্যাণেই কাজ করব: মইনুদ্দিন আহমাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বন্দর উত্তর সাংগঠনিক থানার নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

নর্দা মুন্সিবাড়ি, দরগা রোড, নবীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয়দের মধ্যেও ছিল উল্লেখযোগ্য সাড়া।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ দলীয় প্রতীক নিয়ে জনগণের ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণেই কাজ করব।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ.এম. নাসির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সেক্রেটারি সোলাইমান হোসেন মুন্না, মজলিসে শুরা সদস্য জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান, থানা সেক্রেটারি জহিরুল ইসলাম, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি রিদওয়ানুল হক মামুন ও বন্দর উপজেলা আমির খোরশেদ আলম ফারুকীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়