০১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০৯, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার প্রয়াণ: শোক দিবসে নীরব নারায়ণগঞ্জ

খালেদা জিয়ার প্রয়াণ: শোক দিবসে নীরব নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নারায়ণগঞ্জে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের আদমজী ইপিজেড, বিসিকসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা ও মার্কেট বন্ধ রাখা হয়। শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করা হয়।

এছাড়াও শহরের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও জনসংখ্যা সংবলিত এলাকায় কোরআন খতম ও দোয়া আয়োজন করা হয়েছে।

সাধারণ মানুষ শহরের প্রধান সড়কে হঠাৎ কমে যাওয়া যানচলাচল ও বন্ধ মার্কেট দেখে তার মৃত্যুতে শোক প্রকাশ করছে।

দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপি জেলা ও মহানগর পর্যায়ে সাত দিনের শোক ও কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও দলীয় কার্যালয় এবং ইউনিট অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোও সম্মান জানিয়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ব্যবসায়ীরা মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছেন। তাই তারা একত্রিতভাবে দোয়া করছেন এবং তার আত্মার শান্তি কামনা করছেন।

শহরের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোও শোক প্রকাশের অংশ হিসেবে প্রায় পুরোপুরি বন্ধ থাকে। সন্ধ্যার দিকে কিছু দোকান খোলা হলেও সাধারণ মানুষের চোখে শহর যেন ধীরগতিতে চলাচল করছে। স্থানীয়রা উল্লেখ করেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শহরে এক অনন্য শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়