খালেদা জিয়ার কাছে আমরা চিরঋণী: জানাজা শেষে খোরশেদ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কয়েকশ’ নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জানাজা শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আজ আমরা সবাই রাজনৈতিকভাবে এতিম হয়ে গেলাম। দেশনেত্রীর কাছে আমরা চিরঋণী। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমৃত্যু দল ও দেশের জন্য কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, সাহস ও মমতাময়ী শালীনতা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। তার আদর্শ ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব।”





































