নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের গণশুনানি
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র উদ্যোগে নারায়ণগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় সংস্থাটির স্থানীয় কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ নারায়ণগঞ্জ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নারায়ণগঞ্জ দপ্তরের উপব্যবস্থাপনা পরিচালক রাজিব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মোবিলাইজেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিকল্পনা ও কৌশল বিভাগের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী এস. এম. অনিক ইসলাম।
গণশুনানিতে নারায়ণগঞ্জ অঞ্চলের গ্রাহক, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাধারণ জনগণ সরাসরি তাদের গ্যাসসংক্রান্ত অভিযোগ, সমস্যা ও মতামত তুলে ধরার সুযোগ পান।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক রাজিব কুমার সাহা বলেন, গণশুনানির মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে এবং সমস্যা সমাধানে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।





































