ইসলামী আন্দোলন এখন শক্তিশালী সংগঠন: গোলাম মসীহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসীহ বলেছেন, সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ইসলামী দলগুলোর ঐক্য। জনগণ চেয়েছিল ইসলামী দলগুলো এক হলে তারা ইসলামের পক্ষে ভোট দেবে। সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে পীর সাহেব চরমোনাই উদ্যোগ নিয়েছেন এবং তার ডাকেই আজ ৮ দলীয় ঐক্য গড়ে উঠেছে। এর ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মসীহ আরও বলেন, আমীরের নির্দেশে এখনো মাঠে রয়েছি এবং শেষ পর্যন্ত মাঠে থাকবো। আগামী নির্বাচনে হাতপাখার বিজয় হবে, ইনশাআল্লাহ।
সভায় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমরা নির্বাচনের মাঠে আছি এবং থাকবো। কারো কানকথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। পীর সাহেব চরমোনাই যেভাবে সিদ্ধান্ত দেবেন, আমরা সেভাবেই কাজ করতে প্রস্তুত।
এ সময় সমন্বয়ক মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে কৌশলগতভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খলভাবে কাজ অব্যাহত রাখতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, নগর সেক্রেটারি ও জেলা সমন্বয়ক মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, মাওলানা ছানাউল্লাহ নূরী, মাওলানা আবুল কালাম, ফারুক আহমাদ মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সেক্রেটারি মাওলানা সাইয়্যেদ রিদওয়ান, দক্ষিণের সভাপতি সোহেল প্রধানসহ নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































