০১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২৩, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:২৫, ৩১ ডিসেম্বর ২০২৫

সাত বছরে ৯৫৬ শতাংশ জমি কিনেছেন মান্নান

সাত বছরে ৯৫৬ শতাংশ জমি কিনেছেন মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়ের পাশাপাশি বেড়েছে জমির পরিমাণও। গত সাত বছরে তিনি ৯৫৬ শতাংশ জমি কিনেছেন।

আসন্ন ত্রয়োদশ ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এ সংসদ সদস্য প্রার্থীর হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে তিনি ধানের শীষের প্রার্থী হয়েছিলেন।

আজহারুল ইসলাম মান্নান পেশায় ব্যবসায়ী হলেও ২০১৮ সালে এ খাতে কোনো আয়ের তথ্য তিনি উল্লেখ করেননি। বাড়ি ও বাণিজিক জায়গার ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ছিল ৬ লাখ ২৫ হাজার টাকা। বর্তমানে ভাড়া ও ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা।

এদিকে, বর্তমানে তার ১২৫৯ শতাংশ অকৃষি জমি রয়েছে; যার মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা উল্লেখ করেছেন তিনি। যদিও ২০১৮ সালে তার নামে ৩০৩ শতাংশ জমি ছিল, যার মূল্য ছিল ২ কোটি ৩ লাখ ৩২ হাজার ৩১১ টাকা।

জমির পরিমাণ বাড়লেও মোট সম্পদের পরিমাণ কমেছে তার। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ১০ কোটি ৬০ লাখ ১৪ হাজার ২২২ টাকার সম্পদের মালিক। ২০১৮ সালে এ পরিমাণ ছিল ১৬ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৯৬৫ টাকা।

তবে তার নামে কোনো ব্যাংক ঋণ বা দায় নেই। আগেও তার নামে কোনো দায় বা ঋণ ছিল না।

অস্থাবর সম্পদ
মান্নানের নগদ ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা, দু’টি ব্যাংক একাউন্টে ৫২ হাজার ৬৮০ টাকা, ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০ টাকা মূল্যের দু’টি গাড়ি রয়েছে।

এছাড়া, উপহারে পাওয়া ৩০ ভরি স্বর্ণের মূল্য তিনি অর্জনকালীন সময় হিসেবে ১০ হাজার টাকা দেখিয়েছেন হলফনামায়।

তার ৫০ হাজার টাকার আসবাসপত্র এবং ৮ লাখ ৬০ হাজার টাকার দু’টি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

অর্জনকালীন সময়ে তার এসব অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮৮৪ টাকা হলেও বর্তমানে তার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৮২৬ টাকা উল্লেখ করেছেন তিনি।

স্থাবর সম্পদ
স্থাবর সম্পদের তালিকায় ১২৫৯ দশমিক ৬২ শতাংশ অকৃষি জমি এবং একটি সাত তলা ও একটি তিনতলা ভবন রয়েছে। জমির মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা এবং ভবনের মূল্য ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮ টাকা উল্লেখ করেছেন তিনি।

বিএনপির এই প্রার্থীর স্থাবর সম্পদের পরিমাণ অর্জনকালীন সময়ে ৮ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৩৮ টাকা হলেও বর্তমানে এর মূল্য ৪৪ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৬৯০ টাকা উল্লেখ করেছেন তিনি।

মামলা
আজহারুল ইসলাম মান্নান সন্ত্রাস বিরোধী আইনে (তদন্তাধীন) একটি মামলাসহ মোট ২৯টি মামলার কথা উল্লেখ করেন। যার মধ্যে ১৭ মামলায় খালাস, ৯টিতে অব্যাহতি, একটি প্রত্যাহার এবং একটি স্থগিত করা হয়েছে।
২০১৮ সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার বিরুদ্ধে ১৫টি মামলার করা উল্লেখ করা হয়েছিল।

সর্বশেষ

জনপ্রিয়