খালেদা জিয়ার জানাজায় সেন্টু
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে চাষাঢ়া এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন তিনি। পরে বিকেল তিনটায় অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আপসহীন নেতৃত্বের কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া।
তার সঙ্গে জানাজায় অংশগ্রহণ করেন সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন প্রমুখ।





































