ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মাওলানা মইনুদ্দিন
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষ এখন ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে রায় দিতে প্রস্তুত।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক রুকন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমানে দেশে ইসলামের পক্ষে একটি বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে একমাত্র ইসলামী আদর্শই শান্তি, ন্যায় ও সাম্য নিশ্চিত করতে পারে। তাই তারা ইনসাফের পক্ষে ভোট দিতে আগ্রহী।”
মাওলানা মইনুদ্দিন আহমাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তবে ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে এবং দেশে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করা যাবে।
রুকন সভায় উপস্থিত ছিলেন বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, সাবেক থানা আমীর জাকির হোসাইন, সেক্রেটারি জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রুকন সদস্যগণ।





































