০১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ৩১ ডিসেম্বর ২০২৫

নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার জানাজায় গিয়াসউদ্দিন

নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার জানাজায় গিয়াসউদ্দিন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন তিনি। পরে বিকেল তিনটায় অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন গিয়াসউদ্দিন। জানাজা শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জানাজা শেষে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মুহাম্মদ গিয়াসউদ্দিন লেখেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম জিয়ার হাত ধরেই বিএনপির রাজনীতিতে প্রবেশ করি। আজ সেই আপোষহীন নেত্রী আল্লাহর জিম্মায়। আল্লাহ নেত্রীর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন-আমিন।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়