৩১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫২, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় মহানগর বিএনপির অংশগ্রহণ

খালেদা জিয়ার জানাজায় মহানগর বিএনপির অংশগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জানাজায় অংশ নিতে নগরীর মিশনপাড়া এলাকা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন তারা। পরে বিকেল ৩টায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, সদস্য আনোয়ার প্রধান, ওমর ফারুক নয়ন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়