৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৬, ৩০ ডিসেম্বর ২০২৫

মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম: খোরশেদ

মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম: খোরশেদ

বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় ও প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোকবার্তায় খোরশেদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন সংগ্রামী নেত্রী। রাজনীতিতে তাঁর উপস্থিতি ছিল নক্ষত্রের মতো আলোকোজ্জ্বল, আর তাঁর প্রস্থানও হয়েছে নক্ষত্রের মতোই। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও অবদান জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “দেশনেত্রীর মৃত্যুতে একটি মহাকালের সমাপ্তি হলো। আমরা তাঁর আদর্শের সন্তানরা এতিম হয়ে গেলাম।”

শোকবার্তায় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন মরহুমার সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁর নেক আমলগুলো কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দান করার জন্য প্রার্থনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়