৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৫

বেগম জিয়ার মৃত্যু: জেলা বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

বেগম জিয়ার মৃত্যু: জেলা বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী শোক পালন করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এক প্রেস বিবৃতির মাধ্যমে জানান, চিটাগাং রোডস্থ জেলা বিএনপি কার্যালয়সহ আওতাধীন সকল ইউনিটের কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং সপ্তাহব্যাপী নানা আয়োজনে শোক পালন করা হবে।

তিনি আরও জানান, জেলা কার্যালয় এবং সকল থানা বিএনপি কার্যালয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজনের জন্য আহ্বান জানানো হয়েছে।

জেলা বিএনপি কার্যালয়ে শোক মন্তব্য করার জন্য শোকবই রাখা হবে, যেখানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করতে পারবেন। জেলা বিএনপি নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ

জনপ্রিয়