৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদল নেতা নিরবের দোয়া

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদল নেতা নিরবের দোয়া

নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে দেওভোগ পানির ট্যাংকি এলাকার নেয়ায়ে ইসলাম শায়খ সায়্যিদ মানযূর আহমাদ বোরহানূল উলূম হাফিজীয়া মাদরাসায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: আশ্রাফুল ইসলাম নিরবের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, সদর থানা স্বেচ্ছাসেবক দল), হারুন অর রশিদ (যুগ্ম আহ্বায়ক, মহানগর জাসাস), সুবহে সাদিক রুপন (সিনিয়র সহ-সভাপতি, ১৪ নং ওয়ার্ড কৃষকদল), ফুয়াদ (নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা), মুহাজ্জেম হোসেন সাগর (সদর থানা ছাত্রদল নেতা), মোঃ সুজন (সাধারণ সম্পাদক, তোলারাম কলেজ ছাত্রদল)সহ অন্যান্য নেতা ও সক্রিয় সদস্যরা।

কর্মসূচিতে মরহুমার আত্মার শান্তি কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়