৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩১, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ জুড়ে শোক

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ জুড়ে শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করার পর নারায়ণগঞ্জ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবরে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে থাকেন।

মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকে একের পর এক শোকবার্তা, স্মৃতিচারণ ও আবেগঘন পোস্ট দিতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কোরআন খতম, দোয়া মাহফিল, শোক বইতে স্বাক্ষর, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ফেসবুক পোস্টে লেখেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শূন্যতার দিন। এক সময়ের শক্তিমান নেতৃত্ব, আপসহীন মনোবল ও দীর্ঘ সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়ার নাম এ দেশের রাজনীতিতে চিরকাল উচ্চারিত হবে… ইতিহাস একদিন নিরপেক্ষভাবেই তার মূল্যায়ন করবে।”

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “দুঃখিত ম্যাডাম, আমি আপনাকে নিয়ে আর পল্টন ময়দানে যেতে পারলাম না।”

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান লেখেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।”

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লেখেন, “বাংলাদেশের প্রথম ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী… তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্বকীর পিতা রফিউর রাব্বি বেগম খালেদা জিয়ার একটি ভিডিও বক্তব্য শেয়ার করে লেখেন, তিনি ছিলেন প্রকৃতই আপসহীন নেত্রী।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা ফারহানা মানিক মুনা তার ফেইসবুক পেইজে লিখেছেন, ‘নারী শিক্ষাসহ বাংলাদেশ প্রশ্নে আপনার আপেষহীনতা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।’

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ লেখেন, “গণতন্ত্রের জন্য আজন্ম সংগ্রামী এক আপোষহীন যোদ্ধা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন… জাতি আজ শোকে মুহ্যমান।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ফেসবুক পোস্টে লেখেন, “তার মৃত্যুতে জাতি হারাল পরীক্ষিত অভিভাবক, আর আমরা হারালাম আমাদের মাকে।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু লেখেন, “আমাদের মা, মাটি ও মানুষের নেত্রী… তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।”

মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তা’য়ালা তার প্রতি রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমি মরহুমার আত্নার মাগফিরাত কামনা করছি। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ তা’য়ালা সবরে জামিল দান করুন। আমিন।’

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা লেখেন, “আপনি আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।”

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন লেখেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিহাস মানুষ বহুযুগ মনে রাখবে।”

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহাকালের সমাপ্তি।”

মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর লেখেন, “হে আসমান-জমিনের মালিক, মাকে আপনি নিয়েই গেলেন।”

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু লেখেন, “আপনার আপসহীন যাত্রা আমাদের মাধ্যমে জীবিত থাকবে।”

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সদস্যরা এক বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্মাণে বেগম খালেদা জিয়ার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোক প্রকাশ করেছেন যুগের চিন্তা পত্রিকার প্রকাশক সম্পাদক সাংবাদিক মোরসালিন বাবলা। 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন লেখেন, “এমন নারী নেত্রী বিরল।”

প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মুজিবুর হক পলাশ লেখেন, “মহাপ্রয়াণে একটি রাজনৈতিক যুগের অবসান।”

এছাড়া নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, স্থানীয় সংবাদমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ, প্রেস নারায়ণগঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক প্রকাশ করেছে।

সর্বশেষ

জনপ্রিয়