২৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৪, ২৮ ডিসেম্বর ২০২৫

‘মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

‘মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং হাদিকে হত্যা করেছে, তারা মূলত দেশে নির্বাচন বন্ধ করার উদ্দেশ্যেই এসব অপকর্ম করছে। তবে আল্লাহর রহমতে নির্বাচন হবে এবং সময়মতোই হবে।”

তিনি বলেন, “আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আমরা বিজয়ী হতে পারব না। ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা বিএনপির সঙ্গে আছি এবং বিএনপির সঙ্গেই থাকব।”

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যে নেত্রীর নেতৃত্বে আমরা দেশে উন্নয়ন করেছি, শান্তি প্রতিষ্ঠা করেছি এবং আন্তর্জাতিকভাবে সম্মান অর্জন করেছি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত আমাদের নেত্রীকে সুস্থ করে দেন।”

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমরা এখন একই নির্বাচনী এলাকার মানুষ। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের ভাগ্য, সম্মান ও রাজনীতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা পরস্পরের সহকর্মী, ভাই ও বন্ধু। এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, উন্নয়ন এবং সুনাম-সুখ্যাতি অর্জনে আমাদের ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে- এটাই যুক্তিসংগত ও বাস্তবসম্মত।”

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে আমি আমার সহকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। অল্প সময়ের মধ্যেই সোনারগাঁয়ের মানুষের কাছ থেকে যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস পেয়েছি, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও তারা সাহসিকতার সঙ্গে কাজ করেছে, এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”

গিয়াসউদ্দিন বলেন, “সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আট-নয়জন নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করেছেন। এই প্রক্রিয়ায় দলীয় নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা যেন তাদের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করি।”

তিনি বলেন, “সোনারগাঁয়ের একটি ঐতিহ্য রয়েছে, যা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই পরিচিত। ইতিহাস ও বইপত্রে সোনারগাঁয়ের ঐতিহ্য লিপিবদ্ধ আছে। এখান থেকে এমন একজন প্রার্থী যেন মনোনয়ন পান, যার মাধ্যমে আমরা লজ্জিত হব না এবং যিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের গৌরব ও ঐতিহ্য আরও উজ্জ্বল করতে পারবেন।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি. এম. সাদরিল, রওশন আলী, সেলিম মাহমুদ, ডি. এইচ. বাবুল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়