‘হাদির হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে সরকারের অর্জন ম্লান হবে’
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “ওসমান হাদির হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে এই সরকারের অনেক অর্জন ম্লান হয়ে যাবে।”
শনিবার (২৭ ডিসেম্বর) নগর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ওসমান হাদিকে গুলি করার ঘটনার আজ পনের দিন অতিক্রান্ত হয়েছে। অথচ যিনি তাকে গুলি করেছেন, তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বুকে দিবালোকে একজন মানুষকে গুলি করে হত্যার পরও অপরাধী এভাবে ধরা-ছোঁয়ার বাইরে থাকা স্পষ্টভাবে রাষ্ট্রের ব্যর্থতা নির্দেশ করে।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “যার জানাজার নামাজে রাষ্ট্রের প্রধান নির্বাহী ও সেনাপ্রধানসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তার হত্যাকারীকে ধরতে কেন আমাদের রাজপথে অবস্থান নিতে হচ্ছে? পুলিশ ও গোয়েন্দা বাহিনীতে বিপুল বিনিয়োগ করা হয়েছে, উন্নত যন্ত্রপাতি কেনা হয়েছে, সেগুলো কোথায়? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে যে, আইন-শৃঙ্খলা বাহিনীতে পতিত ফ্যাসিবাদের পক্ষের লোকজন কি এখনো স্বদর্পে বিরাজ করছে?”
তিনি আরও বলেন, “যদি এমনটাই হয়ে থাকে, তাহলে আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে- এ প্রশ্নও সামনে চলে আসে।”
আগামী নির্বাচন প্রসঙ্গে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”





































