২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৫, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাবে আবারও সভাপতি এম সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাবে আবারও সভাপতি এম সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলায়মান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বদিউজ্জামান বদু।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে।

ভোট গণনার পর বিজয়ী ১১ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা আনিসুল ইসলাম সানি।

এম সোলায়মান সভাপতি পদে পেয়েছেন ১১৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু ৩৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ ক্লাবের গত নির্বাচনেও সভাপতি হয়েছিলেন সোলায়মান।

এদিকে, জ্যেষ্ঠ সহসভাপতি পদে মাহাবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান খান মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট। ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ রিদয় পেয়েছেন ৫৯০ ভোট। 

পরিচালক পদে ৮ জন বিজয়ী হলেন- মো. জাহিদ হোসেন ( ১৪১৭ ভোট), হারুণ অর রশিদ (১৩৫৫ ভোট), মো. আলতাফ হোসেন ( ১৩৩৯ ভোট), উজ্জ্বল হোসেন (১৩১৭ ভোট), অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব (১২৬২ ভোট), খান আবদুল কাদির মাহবব (বাবু) (১২৩৮ ভোট), কাজী আবদুস সাওার (১২২৮ ভোট), অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট)।

এছাড়া পরিচালক পদে অজিত কুমার সাহা (৯৬১ ভোট) ও দিলারা মাসুদ ময়না (৯৫০ ভোট) পেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়