২০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ২০ ডিসেম্বর ২০২৫

সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ‘প্রতিবাদী গানের আসর’

সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ‘প্রতিবাদী গানের আসর’

সারাদেশে সংবাদ পত্র ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কথনের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) কবি নজরুল পাঠাগারে প্রতিবাদী গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

হৃদুয়ান ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক। গানের পরিবেশনা করেন ছায়ানটের শিক্ষার্থী ও বহতা কুহক ব্যান্ডের শিল্পী আরিফুজ্জামান হাকিম।

আয়োজকরা বলেন, “প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং দেশের বিভিন্ন প্রান্তে বাউল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর হামলা, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের বাতিলকরণ, এবং শরিফ ওসমান হাদীর হত্যাকা-কে কেন্দ্র করে দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা-ভাঙচুর করা হয়েছে।”

আসরে ধারাবাহিকভাবে রবিন্দ্র সংগীত, নজরুলগীতি ও লালন সংগীত পরিবেশন করা হয়। শেষ পর্যায়ে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি পরিবেশিত হয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ

জনপ্রিয়