২০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাবের ভোট শনিবার, এগিয়ে সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাবের ভোট শনিবার, এগিয়ে সোলায়মান

অভিজাত শ্রেণির ক্লাব নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল শনিবার। এ দিন ক্লাবের সদস্যরা এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচন করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) ক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ক্লাবের পরিচালনা পর্ষদের এ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে। এবার ভোট দেবেন ক্লাবের ২৪৫৭ জন সদস্য।

পরিচালনা পর্ষদের সভাপতি পদে লড়ছেন এম সোলায়মান ও বদিউজ্জামান বদু। তাদের দুʼজনই ব্যবসায়ী এবং ওই খাতেও নেতৃত্ব দিয়েছেন।

মোহাম্মদ সোলায়মান নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের বর্তমান সভাপতি। তিনি সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরও সভাপতি। 

অন্যদিকে বদিউজ্জামান বদু হোসিয়ারি মালিকদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারি সমিতির বর্তমান সভাপতি।

বদিউজ্জামান লড়ছেন ১ নম্বর ব্যালট নিয়ে, অন্যদিকে সোলায়মান পেয়েছেন ২ নম্বর ব্যালট।

ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ী নেতা হওয়াতে অভিজাত শ্রেণিতে দুই সভাপতি প্রার্থীরই গ্রহণযোগ্যতা রয়েছে। তবে, সোলায়মান ভোটারদের আস্থায় এগিয়ে আছেন। গণঅভ্যুত্থানের পর ক্লাবের দায়িত্ব নিয়ে তিনি তার নেতৃত্ব গুণেরও প্রমাণ দিয়েছেন। যা তাকে ভোটের দিনে ফলাফল অনুকূলে নিতে সহায়ক হবে।

এছাড়া, জ্যেষ্ঠ সহসভাপতি পদে লড়ছেন মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ (ব্যালট ১) ও মো. মাহফুজুর রহমান খান মাহফুজ (ব্যালট ২)।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা (ব্যালট ১) এবং মো. সায়দুল্লাহ রিদয় (ব্যালট ২)।

পরিচালক পদে লড়ছেন দশজন। তারা হলেন: অজিত কুমার সাহা (ব্যালট ১), মো. আলতাফ হোসেন (ব্যালট ২), দিলারা মাসুদ মায়না (ব্যালট ৩), হারুন অর রশিদ (ব্যালট ৪), অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (ব্যালট ৫), মো. জাহিদ হোসেন (ব্যালট ৬), খান আবদুল কাদির মাহবুব (বাবু) (ব্যালট ৭), কাজী আবদুস সাত্তার (ব্যালট ৮), অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব (ব্যালট ৯) এবং উজ্জ্বল হোসেন (ব্যালট ১০)।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ আয়োজনের বিষয়ে আশাবাদী নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা।

নির্বাচন পরিচালনায় গঠিত কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব করবেন আনিসুল ইসলাম সানী। সদস্য হিসেবে কাজ করবেন মো. নবী হোসেন, মো. আলী হায়দার, কুতুব উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। 

আপিল বোর্ডের চেয়ারম্যান এড. মো. জাকির হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন জি এম হায়দার আলী বাবলু ও শংকর চন্দ্র সাহা।

সর্বশেষ

জনপ্রিয়