বিভা হাসানের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের সুন্নতে খাতনা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা এবং নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্ডলপাড়া পুল সংলগ্ন বিভার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন স্বাস্থ্যসম্মত আধুনিক পদ্ধতিতে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিশুদের সুন্নতে খাতনা সম্পন্ন করেন। একই সঙ্গে শিশুদের হাতে নতুন পোশাক ও খেলনা তুলে দেওয়া হয়।
আফসানা আফরোজ বিভা বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা, ইনশাআল্লাহ আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, সমাজসেবক আলহাজ্ব নিজামুদ্দিন মৃধা, হাজী দেলোয়ার হোসেন, হাজী আব্দুল রব সিকদার, তারেক আফজাল, আলী আহমদ, লিপন সওদাগর, শাহনেওয়াজ শাহীন, সলিমুল্লাহ আহমেদ, নুরুল হক চৌধুরী দিপু, কামরুল হাসান দর্পণ প্রমুখ।





































