প্রাইভেট ক্লিনিকে সপ্তাহে একজনকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার আহ্বান
নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা ও শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের সময় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের চিকিৎসকদের প্রতি সপ্তাহে অন্তত একজন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন বুলুফেয়ার রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট টিপু বলেন, “এটি শুধু একটি সেবা নয়, এটি একটি ইবাদত। সম্মিলিতভাবে এই উদ্যোগ নিলে প্রতি মাসে হাজার হাজার দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পাবে, যা দেশের জন্য অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের দালালরা নারায়ণগঞ্জে সক্রিয়। প্রশাসনের নজরদারি জরুরি, বিশেষ করে দালাল মোহাম্মদ আলী ও বন্দরের মাকসুদকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ক্লিনিক মালিকরা কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করলে আমাকে সরাসরি জানাতে পারেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছি।”
সভায় সভাপতির বক্তব্যে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুর রহমান বলেন, “দেশের ৮০ শতাংশ রোগী প্রাইভেট ক্লিনিকেই চিকিৎসা নেন, অথচ নিরাপত্তা ব্যবস্থা নেই। আমরা আতঙ্ক ও ভয়ের মধ্যে কাজ করি।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, ক্লিনিক মালিক এবং সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।





































