২০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১২, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:১৬, ২০ ডিসেম্বর ২০২৫

আইবিডব্লিউএফ’র সভা: দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বয়কটের আহ্বান

আইবিডব্লিউএফ’র সভা: দুর্নীতিবাজ-চাঁদাবাজদের বয়কটের আহ্বান

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসা-বাণিজ্যের সমস্যা নিরসন এবং টেকসই সমাধানের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF)  উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কদম রসুল কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আইবিডব্লিউএফ ঢাকা সাউথ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ।

তিনি সৎ ব্যবসার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ব্যবসায়ীদের ওপর অন্যায় ও জুলুম করলে তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে সামাজিকভাবে বয়কট করা হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজদের আশ্রয় দেবে, তাদের জনপ্রতিনিধি হতে দেওয়া হবে না।”

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন যে, প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় নিজেকে পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজদের সমূলে উৎপাটন করতে হবে।”

আইবিডব্লিউএফ বন্দরের সভাপতি মাওলানা রেজাউল করিম বলেন, “সৎ ব্যবসায়ীরা হালাল পথে টিকে থাকবে, আর অসৎ ব্যবসায়ীরা একসময় পালিয়ে যেতে বাধ্য হবে।”
সভায় উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ জেলার সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, বন্দরের অন্যান্য নেতৃবৃন্দ ও দুই শতাধিক ব্যবসায়ী। অনুষ্ঠানের শেষে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়