২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৯, ২০ ডিসেম্বর ২০২৫

অ্যান্টিক ফটোগ্রাফির উদ্যোগে ‘বাংলাদেশের ছবি’ আলোকচিত্র প্রদর্শনী

অ্যান্টিক ফটোগ্রাফির উদ্যোগে ‘বাংলাদেশের ছবি’ আলোকচিত্র প্রদর্শনী

অ্যান্টিক ফটোগ্রাফির উদ্যোগে ২৪ জন আলোকচিত্রীর অংশগ্রহণে ‘বাংলাদেশের ছবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনের পরীক্ষণ হলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোকচিত্রীরা ক্রেস্টের মাধ্যমে সম্মাননা গ্রহণ করেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, আয়কর উপদেষ্টা তারাপদ আচার্য্য, ব্যবসায়ী ননী গোপাল সাহা, করোনাযোদ্ধা রোজিনা আক্তার, প্লামী ফ্যাশনস লিমিটেডের পরিচালক ফয়সল পরাগ ও সমাজসেবক লোকমান আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, “ফটোগ্রাফি একটি নেশা। এই নেশায় আমি নিজেও দীর্ঘদিন ধরে যুক্ত। ছবি কথা বলে, অনেক সময় ছবির জন্য কোনো ক্যাপশনের প্রয়োজন হয় না। আন্দোলন কিংবা জীবনের কঠিন বাস্তবতা ছবির মাধ্যমেই স্পষ্টভাবে ফুটে ওঠে।”

অ্যান্টিক ফটোগ্রাফির পরিচালক প্রণব কৃষ্ণ রায় বলেন, “আলোকচিত্রীরা সারাবছর কঠোর পরিশ্রম করে কাজ করলেও অনেক সময় তারা যথাযথ মূল্যায়ন পান না। আলোকচিত্রীদের কাজকে সম্মান জানানো এবং তাদের সৃষ্টিশীলতাকে সমাজের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। এটি অ্যান্টিক ফটোগ্রাফির দ্বিতীয় প্রদর্শনী।”

তিনি আরও জানান, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আলী আহম্মদ চুনকা মিলনায়তনের তৃতীয় তলায় প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীরা হলেন- জামিরুল হক নিপু, প্রণব কৃষ্ণ রায়, ফেরদৌস উম্মে সালমা বীথি, মৌসুমী সিরাজ, সুফিয়া জামান, ফাতেমাকিবরিয়া লাবণ্য, আসলা উল হোসনা, রেহনা বেগম, কোহিনুর আক্তার সিমু, গুলজার হোসাইন, রফিকুল ইসলাম তুহীন, তন্ময় দাস, সোরাব আলম, বিল্লাল হোসেন রবিন, রেজাউল করিম, সৌরভ ভূঁইয়া, আরিফ জয়, হাজী শ্যামল, মোক্তার হোসেন, রকিবুল ইসলাম রুমন, মনিরুল ইসলাম রুমন, এম এ সুমন, কে এইচ মিলন ও মাঈনউদ্দিন মানিক।

সর্বশেষ

জনপ্রিয়