চাষাঢ়ায় হাদির গায়েবানা জানাজা
নারায়ণগঞ্জ শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আছরের নামাজের পর চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদের সামনে নবাব সলিমুল্লাহ সড়কে এ নামাজের আয়োজন করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, দলের জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানসহ সাধারণ মানুষজন।
জানাজার নামাজ পরিচালনা করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।
এনসিপি নেতা আহমেদুর রহমান তনু ইনকিলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, “জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং দেশ বিনির্মাণে হাদি ভাইয়ের মতো প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সকলে মিলেই আমরা বাংলাদেশ গড়বো।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিফ বিন ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। গত ১৮ জুলাই গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর একটি সড়কে গুলিবিদ্ধ হন তিনি। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠায় অন্তর্বর্তী সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুলাই সন্ধ্যায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।





































