২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৭, ২৬ নভেম্বর ২০২৫

নির্বাচনে জনগণ দুর্নীতিবাজদের বয়কট করবে: সিরাজুল মামুন

নির্বাচনে জনগণ দুর্নীতিবাজদের বয়কট করবে: সিরাজুল মামুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দুর্নীতি, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, “এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়; এটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ।”

বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টায় মহানগর মজলিস কার্যালয়ে নাসিক ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএম সিরাজুল মামুন বলেন, “দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতির যাঁতাকলে পিষ্ট। প্রশাসনের প্রতিটি স্তরে প্রবেশ করা দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। যারা জনগণের সম্পদ লুট করেছে, ঘুষ ও কমিশনের সংস্কৃতি তৈরি করেছে, সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত- এবারের নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে।”

তিনি আরও বলেন, “দেশের ধর্মপ্রাণ ও সচেতন নাগরিকরা এবার দুর্নীতিবাজদের নয়, বরং সৎ, আদর্শবান এবং আল্লাহভীরু নেতৃত্বকে বেছে নেবেন।”

ইসলামী শক্তি বিজয়ী হলে স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক ও নৈতিক শিক্ষার প্রসার, যানজট ও গ্যাস সংকট নিরসন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং পরিবেশবান্ধব মানবিক নগর গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মামুন বলেন, “জাতির মুক্তি ও পরিবর্তনের জন্য ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফত মজলিস ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

তিনি পাড়া-মহল্লায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়