যারা বালু মহল ও চর দখল করছে তারাই আওয়ামী লীগ: অঞ্জন দাস
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস সোনারগাঁয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি কলেজ মোড় থেকে শুরু করে মোগরাপাড়া বাজার, চৌরাস্তা কাচা বাজার, নুরুল ইসলাম মার্কেট ও মহিলা কলেজ পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
পথসভায় অঞ্জন দাস বলেন, “হাসিনা চলে যাওয়ার পর যারা আজ সন্ত্রাস, বালু মহল ও চর দখল করছে, তারাই প্রকৃতপক্ষে আওয়ামী লীগ। আমরা চাই আওয়ামী লীগের এই পুর্ণ রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে।
তিনি বলেন, সোনারগাঁয়ে মাফিয়া তন্ত্র, লুটপাট, কৃষি খাত ও সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে আপনাদের সহযোগিতা চাই। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা ভয়াবহ। সেখানে পর্যাপ্ত ওষুধ ও ভালো ডাক্তার নেই। শহরে তো খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতাল রয়েছে। শহরের রাস্তা-ঘাট ও গ্যাসসহ অন্যান্য সুযোগ সুবিধা আছে, কিন্তু সোনায়গাঁয়ে নেই। নারায়ণগঞ্জ শহরের নাগরিকের যেমন অধিকার আছে, আমাদেরও তেমন আছে। সোনারগাঁয়ের অধিকার আদায় করতে হবে, কেবল শহরের উন্নয়ন করলে চলবে না। আমার উপজেলা ও গ্রামেরও সমান উন্নয়ন করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান রয়েছে, কিন্তু আমাদের শহরের উন্নয়ন বি ও সি ক্যাটাগরিতে। এই নারায়ণগঞ্জকে একটি বিশেষ ক্যাটাগরিতে আনতে হবে।
এসময় নারায়ণগঞ্জে যে মেডিকেল কলেজের আওয়াজ উঠেছে, সেই মেডিকেল কলেজ সোনারগাঁয়ে করার আহ্বান করেন তিনি।
গণসংযোগ অংশগ্রহণ করেন জেলা গণসংহতি আন্দোলনের সদস্য রাকিবুল ইসলাম দ্বিপু, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সোনারগাঁ থানার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সম্পাদক মোবাশ্বের হোসেন, সহসম্পাদক গাজী রাকিবুল ইসলাম, জেলা শ্রমিক সংহতির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, জেলা যুব ফেডারেশনের প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সদস্য সানজীদা ইসলাম ইলমা, রাতুল দেওয়ান, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, জেলার প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক রাইসুল রাব্বি, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক শেখ সাদি এবং স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী প্রমুখ।





































