২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ২১ নভেম্বর ২০২৫

ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়ার দাবি কালামের

ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়ার দাবি কালামের

বন্দর থানা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং শাহ ফতেহ রেজা রিপন।

লিফলেট বিতরণ কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপস্থিত শীর্ষ নেতারা।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার আমরা সবাই। মামলা–হামলা, নির্যাতন—সব ষড়যন্ত্রের মধ্যেও আমরা দলের স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ করছি। নেতৃবৃন্দের কাছে দাবি, ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হোক। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো।”

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “লিফলেট বিতরণ কর্মসূচি আজ জনস্রোতে পরিণত হয়েছে, কারণ এখানে উপস্থিত সবাই ত্যাগী নেতা। অথচ যাকে প্রাথমিকভাবে দল নমিনেশন দিয়েছে, তিনি অতীতে স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে নিজের ব্যবসা বড় করেছেন—দলের পাশে ছিলেন না। এ বিষয়ে আমরা হাই কমান্ডে রিভিউয়ের আবেদন জানিয়েছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করবো।”

সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “নির্বাচন পণ্ড করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে যেন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবো। ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার জন্যও আমরা শীর্ষ নেতাদের আহবান করেছি।”

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন না হলে তৃণমূলকে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই মনোনয়ন রিভিউ করা জরুরি। ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হলে আমরা সবাই তার পক্ষে কাজ করবো।”

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সিরাজউদ্দৌল্লাহ মাঠের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সোলেইমান, মনির হোসেন, মোহাম্মদ হোসেন কাজল, মনির হোসেন পনেজ, মেজবাহ উদ্দিন স্বপন, মহানগর যুবদল নেতা শফিকুর রহমান শফিক, দর্পণ প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সর্বশেষ

জনপ্রিয়