২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৩, ২১ নভেম্বর ২০২৫

যুবসমাজ বেকারত্বের কারণে মাদকে আসক্ত হচ্ছে: মাওলানা মইনুদ্দিন

যুবসমাজ বেকারত্বের কারণে মাদকে আসক্ত হচ্ছে: মাওলানা মইনুদ্দিন

নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বন্দরে পথসভা ও গণসংযোগ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার নাসিক ২২নং ওয়ার্ডে এ পথসভা ও গণসংযোগ করেন তিনি।

পথসভায় তিনি বলেন, “লাল-সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের সবার, দেশের উন্নয়নের দায়িত্ব আমাদের সকলের। বর্তমানে দেশে মাদক ও কিশোরগ্যাং মহামারির আকার ধারণ করেছে। যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই মরণব্যাধি মাদক। এর মূল কারণ হচ্ছে বেকারত্ব। যুবসমাজ বেকারত্বের কারণে মাদকে আসক্ত হচ্ছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে বেকারত্ব দূর হবে, আর বেকারত্ব দূর হলেই সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।”

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না কোন মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজি। বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে। সকলে মিলে চেষ্টা করলেই আমরা ইসলামের আদর্শময় বাংলাদেশ গড়তে পারব।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি সোলায়মান হোসেন মুন্না, বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি কাজী রেদওয়ানুল হক মামুনসহ এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়