যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাইনবোর্ড শাখা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাইনবোর্ড শাখা যুবদল নেতা আব্দুর রহিম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা রিয়াজুল, ফতুল্লা থানা তরুণ দলের সভাপতি রাসেল গাজী, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিদয়, সিদ্ধিরগঞ্জ ছাত্রদল নেতা রেজাউল, শ্রমিক দল নেতা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আমির হোসেন বাদশা বলেন, “দেশ আবারও নতুন করে স্বাধীন হওয়ার পরও আমাদের সহযোদ্ধাদের আমরা হারাচ্ছি। আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণেই এসব হত্যার ঘটনা ঘটছে।”
তিনি আরও বলেন, “দেশে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আর সেই সরকার হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।”
গোলাম কিবরিয়া হত্যার দ্রুত বিচার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।





































