২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ২১ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী ও মনোনয়ন-বঞ্চিতদের সভা ঘিরে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী ও মনোনয়ন-বঞ্চিতদের সভা ঘিরে উত্তেজনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই স্থান ও একই তারিখে দুটি ভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় বিএনপি অঙ্গনে। দলটির দুই পক্ষ শনিবার (২২ নভেম্বর) কাঁচপুর বালুর মাঠে পৃথক কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে।

দুপুর ২টায় কাঁচপুর বালুর মাঠে মনোনয়ন-বঞ্চিতদের জনসভা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনে দেওয়া চিঠিতে জানান সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি মো. পনির হোসেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চান।

মনোনয়ন-বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদও।

অপরদিকে, তার মাত্র এক ঘণ্টা পর বিকেল ৩টায় একই স্থানে ‘আলোচনা সভা’ আয়োজনের অনুমতি চান সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান। তিনি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেওয়া অবহিতকরণ পত্রে উল্লেখ করেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই মাঠে একই দিনে দুই পক্ষের পৃথক কর্মসূচির আবেদনে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একাংশ বলছে, দলীয় মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনে যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে, এই পরিস্থিতি তারই বহিঃপ্রকাশ। 

এদিকে, পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাও করছেন সাধারণ মানুষ। তবে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “উভয়পক্ষ আমাদের চিঠি দিয়েছে। বিষয়টি ডিসি, এসপি, ইউএনও– সবাই অবগত। আমরা একই স্থানে কাছাকাছি সময়ে দুটি কর্মসূচি করতে নিরুৎসাহিত করেছি। আইনশৃঙ্খলা যেন অবনতি না হয়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হতে পারে বলেও জানান তিনি।

তবে ১৪৪ ধারা জারি হবে কি না—এ বিষয়ে জানতে ইউএনও ফারজানা রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ

জনপ্রিয়