৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৪, ২৯ অক্টোবর ২০২৫

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে এনইউজের শোক

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে এনইউজের শোক

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খানের (৭০) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে দীর্ঘ এক মাস রোগভোগের পর তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এনইউজের সভাপতি আবদুস সালাম ও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, মরহুমা মৌলুদা খান ছিলেন একজন ধর্মপ্রাণ ও মহীয়সী নারী। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ এক পৃথক শোকবার্তায় আহসান সাদিক শাওনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে মৌলুদা খান স্বামী আয়কর আইনজীবী ওসমান গনি, দুই পুত্র শিবলী সাদিক ও আহসান সাদিক, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়