সাংবাদিক আহসান সাদিক শাওনের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৌলুদা খান মজলিশের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পুত্র আহসান সাদিক শাওন মায়ের জন্য ও মরহুমার স্বামী নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও রোটারিয়ান ড. মুহাম্মদ ওসমান গনি তাঁর স্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর গ্রামের বাড়িতে বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।





































