০৬ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৩, ৬ ডিসেম্বর ২০২৫

ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন সোমবার

ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন সোমবার

ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার দ্রুত বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী ৮ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস। শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগারো বছর বিচারটি বন্ধ ছিল। সরকার বদলের পরে বিচার প্রক্রিয়া আবার শুরু হলেও এর দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ। 

ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়