০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৬, ৭ ডিসেম্বর ২০২৫

পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়ে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (৭ ডিসেম্বর) রূপগঞ্জের আউখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

কর্তৃপক্ষ জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর বিধান না মানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নারায়ণগঞ্জ জেলায় নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়