কালেমাখচিত পতাকা হাতে শহরে ‘খেলাফতের’ স্লোগান
নারায়ণগঞ্জে কালেমাখচিত পতাকা হাতে ইসলামী খেলাফতের দাবিতে মিছিল করেছে একদল যুবক। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের চাষাড়ায় তারা মিছিল করেন।
তারা বঙ্গবন্ধু সড়কটি প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ করেন।
‘নারায়ণগঞ্জ ছাত্র ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে বাউল আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এ মিছিল করেন তারা।
এ সময় তারা ‘মুক্তির একপথ খেলাফত খেলাফত’, ‘আল্লাহর অপমান, সইবে নারে মুসলমান’ ও ‘তাকবির আল্লাহু আকবর’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলকারীদের হাতে সাদা কাপড়ে কালো রঙে কালেমা খচিত পতাকাও দেখা যায়।
এছাড়া ‘কেবল খেলাফতই আমাদের ইমান রক্ষা করতে পারে’, ‘সেকুলারিজম আল্লাহ ও ইসলামের অপমান করার উৎসাহ’, ‘মুসলিম যোদ্ধার দায়িত্ব ইসলামের মর্যাদা রক্ষা করা’ ইত্যাদি লেখা প্লাকার্ডও ছিল তাদের হাতে।
ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে তারা স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়াদের মধ্যে কয়েকজন তাদের নাম আব্দুর রহমান, সালাউদ্দিন, ওমর, হামজা, খালিদ বলে জানান। তবে, তারা তাদের বিস্তারিত পরিচয় বা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা তা জানাতে রাজি হননি।
এর আগে গত বছরের ৬ অক্টোবর ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড স্টুডেন্টস কমিউনিটি অব নারায়ণগঞ্জ’-এর ব্যানারে মিছিল করেন কয়েকজন শিক্ষার্থী ও যুবক। ওইদিনও মিছিলকারীদের হাতে ছিল কালেমা লেখা কালো-সাদা পতাকা। শরীর ও কপালেও কালেমা লেখা কাপড় বাঁধা ছিল।
গতবছরের মিছিলে থাকা কয়েকজনকে শুক্রবারের মিছিলেও দেখা যায়





































