০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২১, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৯, ৭ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিক, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স জামতলা এলাকায় আবু তালেবের ছয়তলা ভবনে তল্লাশি চালান। এতে ভবনের ছাদের ঘরে থাকা দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম সাজু (২৭) ও হাবিব মিয়া (২৫)। দুজনই ওই ভবনের ছাদের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, সাজুর কাছ থেকে ৮০টি এবং হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে বলে ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

সর্বশেষ

জনপ্রিয়