০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৮, ৭ ডিসেম্বর ২০২৫

যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই: নার্গিস মাকসুদ

যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই: নার্গিস মাকসুদ

বন্দর উপজেলার মরহুম মোঃ সিরাজুল ইসলাম (সেরু) মেম্বারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়নের দাশেরগাঁওয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও সমাজসেবিকা নার্গিস মাকসুদ। তিনি মরহুম সেরু মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

নার্গিস মাকসুদ বলেন, “যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এমন আয়োজনগুলো আমাদের সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোঃ মাকসুদ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতার জন্য সবার দোয়া কামনা করছি। পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ

জনপ্রিয়