বন্দর উপজেলায় নতুন ইউএনও শিবানী সরকারের যোগদান
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার রোববার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সূত্র জানায়, শিবানী সরকার যোগদানের আগে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৬ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বন্দর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। পরে ১ ডিসেম্বর প্রজ্ঞাপনের সংশোধনী জারি হয় এবং ৪ ডিসেম্বর তাকে উপজেলা কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত করা হয়।
রোববার প্রথমে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে যোগদানপত্র গ্রহণ করেন। এরপর বন্দর উপজেলায় পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি থেকে দায়িত্ব বুঝে নেন। তাঁর আগের ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বদলির কারণে কয়েক দিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রহিমা আক্তার ইতি।
নতুন ইউএনও শিবানী সরকার দায়িত্ব গ্রহণের পর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচয়ক্রমে বৈঠক করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন যাতে তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।





































