১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪২, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৪৭, ১৪ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন পর্ষদের নানান কর্মসূচি

নারায়ণগঞ্জে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন পর্ষদের নানান কর্মসূচি

কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মদিন ১৫ আগস্ট। ১৯২৬ সালের এইদিনে কবি জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে ‘সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ নারায়ণগঞ্জ’ বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের আবৃত্তি প্রতিযোগিতা এবং শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপিতে সুকান্ত জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সুজয় রায় চৌধুরী বিকু এ তথ্য জানান।

উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন লেখক ও গবেষক মফিদুল হক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু ও সংস্কৃতিজন রফিউর রাব্বি।

উদ্বোধনী অনুষ্ঠানমালায় সুকান্তের সৃষ্টিসম্ভার থেকে পরিবেশিত হবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও মূকাভিনয়। এছাড়া বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত ৮ম থেকে ১০ম শ্রেণির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণও হবে।

উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ সব সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্য, বন্ধু ও সুহৃদদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়