কুয়াশার কারণে বন্ধ ছিল লঞ্চ চলাচল

প্রেস নারায়ণগঞ্জ: কুয়াশার কারণে নারায়ণগঞ্জ থেকে পাঁচ ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল৷
কুয়াশা থাকলে শনিবারও লঞ্চ চলাচল বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতি৷
নারায়ণগঞ্জ অভ্যন্তরীন যাত্রী পরিবহন সংস্থার সভাপতি বদিউজ্জামান বাদল জানান, প্রচন্ড কুয়াশার কারণে শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল। এছাড়া নারায়ণগঞ্জে লঞ্চগুলি যেসব গন্তব্যে যায় সেসব ঘাটে যায় সেসব ঘাটে লঞ্চ দাড়িয়ে ছিল, ছেড়ে আসেনি। শনিবার সকালেও যদি একই রকম কুয়াশা থাকে তাহলে লঞ্চ ছাড়া হবে না। তাই যাত্রীদের তিনি কুয়াশার অবস্থা দেখে লঞ্চ ঘাটে আসার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর, রামচন্দ্রপুর, মুন্সিগঞ্জ, শরিয়তপুর ও মাছুয়াখালি (মতলব) রুটে সত্তরটি লঞ্চ চলাচল করে। শুক্রবার কুয়াশা কমে গেলেও বিকেলে আবারো কুয়াশা পড়তে থাকায় সারাদিনে মাত্র চুয়াল্লিশটি লঞ্চ চলাচল করেছে বলে বদিউজ্জামান বাদল জানান।
প্রেস নারায়ণগঞ্জ.কম