১৬ জুলাই ২০২৫

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:০৫, ৩০ অক্টোবর ২০২২

ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও দুই কোচকে সংবর্ধনা

ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও দুই কোচকে সংবর্ধনা

প্রেস নারায়ণগঞ্জ: বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ১৬টি ফুটবল দলের জার্সি উন্মোচন ও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ী দলের দুই কোচকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা দেওয়া এই দুই কোচ নারায়ণগঞ্জের সন্তান।

রোববার (৩০ অক্টোবর) সকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে অতিথি ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাবেক জাতীয় সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, সাবেক জাতীয় ফুটবলার আসলাম, সাবেক জাতীয় ফুটবলার আমিনুর, সাবেক জাতীয় ফুটবলার জাকির হোসেন, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সহসভাপতি ফায়জুল ইসলাম রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গসাথী ক্লাব যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে ক্রীড়া পৃষ্ঠপোষকতায় অবদান রাখছে। তারা দাবি জানিয়ে বলেন, জেলা পর্যায়ে লীগ ফুটবল টুর্নামেন্ট চালু করতে হবে। তাহলে খেলোয়াড় তৈরি হবে। নারায়ণগঞ্জ ফুটবল খেলোয়াড় জন্মের আতুরঘর। এখান থেকেই আবার নতুন প্রজন্মের ফুটবলাররা জাতীয় পর্যায়ে অবদান রাখবে। তারা জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট সকলের প্রতি দাবি জানান, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা লীগ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট চালু করার জন্য।

আলোচনা শেষে প্রথমে সাফ নারী ফুটবল দলের দুই কোচ নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাহামুদা আক্তার অনন্যা ও আহমেদ মাসুদ উজ্জ্বলকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিরা শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া দলের জার্সি উন্মোচন করেন।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ৪ অক্টোবর শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। টুর্নামেন্ট অংশগ্রহণ করছেন নারায়ণগঞ্জের ১৬টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো- সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ, ডিএসএস ক্লাব, বিদ্যানিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার।

বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল সকলের সহযোগিতা কামনা করে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তিতে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান জানান।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়