১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ২১:২৪, ১৫ জুলাই ২০২৫

বন্দরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বন্দরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার দাবি করে, ঢাকায় ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে হত্যাসহ সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বন্দর ১নং খেয়াঘাট থেকে মিছিলটি শুরু হয়ে ২২নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ।

বক্তব্য রাখেন— নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক ডালিম সিকদার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ইব্রাহিম, সাবেক সদস্য সচিব জুয়েল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহ আলম, সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, নাছির উদ্দিন রিয়াদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন— বন্দর থানা যুবদলের নেতা হুমায়ুন কবির, সাবেক সদস্য বাবুল, নান্টু, মেহেদী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়