১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ১৫ জুলাই ২০২৫

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

ব্যাংক হিসাবে প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন ও সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান লিপির বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও কন্যা লাবিবা জোহার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুদক।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ সব তথ্য নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

দুদকের এ কর্মকর্তা বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।

একইভাবে এ আওয়ামী লীগ নেতার স্ত্রী সালমা ওসমান লিপি স্বামীর সহযোগিতায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্র জানায়, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রাথমিক তদন্তের পর অভিযোগের প্রমাণ পেয়ে শামীম ওসমান ও তার স্ত্রীর দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্য, মন্ত্রী ও নেতাদের অধিকাংশ দেশ ছেড়ে পালান। অনেকে গ্রেপ্তারও হন। তবে সপরিবারে দেশ ছেড়ে পালাতে সক্ষম হন শামীম ওসমান।

চলতি বছরের ১৬ জানুয়ারি শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে টেলিকমিউনিকেশন্স কোম্পানির নামে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক।

গত ২২ জুন সাবেক এ সংসদ সদস্য, তার স্ত্রী, সন্তান ও তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও নির্দেশ দেয় আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা জমা করা হয়েছে।

এ ছাড়া, আদালত পূর্বাচলে একটি প্লট ও ঢাকার উত্তরায় নয় কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন। এসব স্থাবর সম্পত্তির বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন।

গত বছরের জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামিও শামীম ওসমান। ওই মামলাগুলোতে তার পরিবারের সদস্যরাও আসামি হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়