১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৩, ১৫ জুলাই ২০২৫

বন্দরে আওয়ামী লীগ নেতা সহিদুল মৃধা গ্রেফতার

বন্দরে আওয়ামী লীগ নেতা সহিদুল মৃধা গ্রেফতার

বন্দর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা (৫৫)-কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। তিনি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত শফিউদ্দিন মৃধার ছেলে। সোমবার (১৪ জুলাই) রাতে সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকাল ১১টায় কদম রসুল কলেজের সামনে চলমান ছাত্র আন্দোলনের সময় শহিদুল মৃধাসহ এজাহারনামীয় ১ থেকে ২৯ নম্বর আসামি ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা বাদীকে রক্তাক্ত জখম করে এবং জনতার হস্তক্ষেপে পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেয়।

সর্বশেষ

জনপ্রিয়