১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ জুলাই ২০২৫

১৬ বছর বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি: গিয়াসউদ্দিন

১৬ বছর বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ গড়তে চাই। চাঁদাবাজ সে যেই দলেরই হোক, এমনকি যদি আমাদের দলেরও কেউ হয়, তারও কোনো রেহাই নেই।”

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “চাঁদাবাজদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা দেওয়া যাবে না। যারা চাঁদা নেয়, তারা মানুষের সন্তান নয়, তারা অমানুষ। তারা পশুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। এই কুকুরদের কীভাবে তাড়াতে হয় তা আপনারা জানেন—লাঠি হাতে তাড়াতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”

গিয়াসউদ্দিন প্রশাসনকে উদ্দেশ করে বলেন, “চোখ-কান খোলা রেখে ‘জুলাইয়ের চেতনা’কে ধারণ করে যেকোনো মূল্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। আপনারা তাদের গ্রেফতার করবেন, এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “১৬ বছর ধরে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কেউ সফল হয়নি। আজও ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি আছে, থাকবে। কারণ বিএনপি বেঁচে আছে তারেক রহমানের মতো অবিসংবাদিত নেতার নেতৃত্বে। শুধু তার কারণেই বিএনপিকে কেউ ভাঙতে পারেনি।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হলিম জুয়েল, সহ-সভাপতি এস.এম. আসলাম, ডি.এইচ. বাবুল, সেলিম মাহমুদ, জি.এম. সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,
মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, কৃষকদল নেতা নাছির প্রধান, যুবদল নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়