দেওভোগে ডিগবল টুর্নামেন্ট

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগে হ্যাট্রিক বয়েজ ফ্রিজ কাপ ডিগবল টুর্নামেন্টের পঞ্চম সিজনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে পশ্চিম দেওভোগ আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ স্কুল মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
আফসার উদ্দিন আফসুর সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে খেলার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদ আলী ব্যাপারী, মো. শাহজাহান, মো. শফি।
আরও উপস্থিত ছিলেন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, মো. মামুন, মো. খোকন, মো. রানা, জিয়াউল হক জিকো, মো. মঞ্জুর হোসেন, আসাদুজ্জামান জনি, মো. সায়েম, মো. জাহিদ মাসুদ।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন রিজানুল ফাহমিদ সচ্ছ, আরিফুল হক বর্ষন, নিরব হোসেন বাদশা। উদ্বোধনী ম্যাচে বশির উদ্দিন স্মৃতি সংসদ বনাম বিশাল বয়েজ অংশ নেয়। বশির উদ্দিন স্মৃতি সংসদ ৪-০ গোলের ব্যবধানে জয় পায়।
প্রেস নারায়ণগঞ্জ.কম