১৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ১৭ জুলাই ২০২৫

অপপ্রচারের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

অপপ্রচারের প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দুই বছর সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু কোনো অপশক্তি বিএনপিকে ধ্বংস করতে পারেনি। ৫ আগস্টের পর থেকে একটি পর্দার আড়ালের শক্তি বিএনপিকে ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না, কারণ বিএনপি এ দেশের জনগণের দল।”

তিনি বলেন, “তারেক রহমান বিগত দেড় যুগ ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নির্দেশে আন্দোলন-সংগ্রাম করছি এবং করব। যারাই আজ ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান করে দিচ্ছি—ফ্যাসিবাদী শক্তির আর কোনো পুনরুত্থান বাংলাদেশে ঘটবে না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত যারা সুবিধাবাদী রাজনীতি করে এসেছেন, তাদের মুখোশ খুলে গেছে। জনগণ সব জানে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে আবারও সরকার গঠন করবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়