১৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৬, ১৭ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে ছাত্র ফ্রন্টের আলোচনাসভা ও আলোক প্রজ্জ্বলন

জুলাই শহীদদের স্মরণে ছাত্র ফ্রন্টের আলোচনাসভা ও আলোক প্রজ্জ্বলন

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হাসনাত কবির, চারন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বেলাল হোসেন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ফয়সাল আহমেদ রাতুল, ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলা সদস্য আহমেদ রবিন স্বপ্ন, বন্দর উপজেলার সংগঠক নাফসিন আহমেদ জিসান, মো. রাজু, মো. রাইয়ান, শহিদ মাওলানা মাবরুর হোসেন রাব্বীর মা, এবং জুলাই যোদ্ধা মাহবুব আলম প্রমুখ।

বক্তারা বলেন, এক বছর আগে এই দিনে নারায়ণগঞ্জে শুরু হয়েছিল জুলাই আন্দোলন—যার মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আজ এক বছর পর দেখা যাচ্ছে, দেশে হত্যা, সন্ত্রাস এবং মব ভায়োলেন্সে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। গত ১০ মাসে মব ভায়োলেন্সে ১৭৪ জন নিহত হয়েছে বলে বক্তারা দাবি করেন।

তারা বলেন, জুলাইয়ে নিহত ও আহতদের আজও বিচার হয়নি। আহতদের চিকিৎসা বা পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এ ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক জিসান বিনা অপরাধে দুই মাস ধরে কারাগারে বন্দি। বক্তারা অবিলম্বে তার মুক্তি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আয়োজন শেষে ‘মুক্তির মন্দিরে সোপান তলে’ গান পরিবেশনার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়