ফটো সাংবাদিক প্রণব রায়ের পিতার মৃত্যু, শোক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, স্থায়ী সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়ের বাবা হিমাংশু রায় (৮৫) পরলোকগমন করেছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় প্রয়াতের ছোট ছেলে প্রণব কৃষ্ণ রায়ের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাসদাইর শ্মশানে প্রয়াতের মরদেহের দাহকার্য সম্পন্ন করা হয়।
প্রেস নারায়ণগঞ্জ.কম